অর্থনীতি সমিতির সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী
বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন আগামীকাল শুক্রবার (১৭ মে) থেকে শুরু হচ্ছে। ১৭ ও ১৮ মে এ সম্মেলন ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দ্বিবার্ষিক এই সম্মেলনের শুভ উদ্বোধন করবেন।
আজ বৃহস্পতিবার (১৬ মে) সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অর্থনীতি সমিতি জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চ আদালতের বিচারক, বাংলাদেশে অবস্থানরত বিদেশি মিশনের কূটনীতিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ দেশের দূর-দূরান্ত ও বিদেশ থেকে সমিতির প্রায় চার হাজার সদস্যসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেবেন।
দুদিনের এই দ্বিবার্ষিক সম্মেলনে দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ ও প্রখ্যাত ব্যক্তিদের সভাপতিত্বে ৯টি কর্ম-অধিবেশনে ১৫০-এর অধিক গবেষকের ১০০টি প্রবন্ধ উপস্থাপিত হবে। এ ছাড়া সম্মেলনের শেষ দিন সমিতির সাধারণ সভা ও নতুন কার্যনির্বাহক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।