ভুয়া রিয়াল বিক্রয় চক্রের দুই সদস্য গ্রেপ্তার
গোপালগঞ্জে প্রতারণা করে ভুয়া রিয়াল বিক্রয় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৭ মে) দুপুরে শহরের গেটপাড়ার কবরস্থানের মোড় থেকে স্থানীয়রা ওই দুই প্রতারককে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
প্রতারণা করে ভুয়া রিয়াল বিক্রয় চক্রের সদস্য রিপন শেখের (৪২) বাড়ি জেলার মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে আর সুমন মিয়ার (৩৫) বাড়িও একই উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বলেন, ‘প্রতারক চক্রের সদস্য রিপন শেখ ও সুমন মিয়া আজ বেলা সাড়ে ১১টার দিকে কুয়াডাঙ্গার বাসিন্দা সাইফুল ইসলামের কাছে যায়। পরে শহরের গেটপাড়ার ব্রিজের কাছে ওই দুই প্রতারক তিন হাজার রিয়াল বিক্রির কথা বলে একটি ব্যাগের মধ্যে একটি সাবান ও কৌশলে কাগজে মোড়ানো তিন বান্ডিল ভুয়া রিয়াল দিয়ে ৫০ হাজার টাকা নিয়ে চলে যায়। পরে সাইফুলের সন্দেহ হলে কাগজ খুলে দেখেন তার মধ্যে কোনো রিয়াল নেই। এরপর ১২টার সময় তিনি স্থানীয়দের নিয়ে ধাওয়া করে গেটপাড়ার কবরস্থানের মোড় থেকে তাদের ধরে আমাদের কাছে সোপর্দ করে।’
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।