গোপালগঞ্জে যুবক নিহতের মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোপালগঞ্জে প্রথম দফায় উপজেল নির্বাচনের পরের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহতের মামলার পলাতক আসামি সবুজ সিকদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৩ মে) ভোরে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, হত্যা মামলার এজাহারভূক্ত আসামি সবুজ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশরাফুল আলম জানান, গোপন খবর পাওয়া গেছে আসামি সবুজ নারায়ণগঞ্জে লুকিয়ে আছে। বৃহস্পতিবার ভোরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওদিন সকালে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
গত ১৪ মে রাতে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়া লুটুলের সমর্থক চয়ন ভুইয়া ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী একই গ্রামের বি এম লিয়াকত আলীর সমর্থক সবেদ আলী ভূঁইয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় বি এম লিয়াকত আলীর সমর্থক ওয়াসিকুর নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
১৭ মে নিহতের বোন মোসাম্মাৎ পারুল বেগম গোপালগঞ্জ সদর থানায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলসহ ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।