সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও বন্যার সম্ভাবনা খুব কম
গত কয়েক দিনের টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, চেলা ও খাসীয়ামারা নদীসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ছাতক অংশে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
আজ শুক্রবার (৩১ মে) দুপুর ১২টায় ছাতকের সুরমা নদীর পানি বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে ষোলঘর পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
এদিকে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম। অপর দিকে নদ-নদী কানায় কানায় ভরে থাকলেও হাওর খালী থাকায় এ পানি হাওরে ঢুকে গেলে নদীর পানি কমে যাবে। আর টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে সাময়িক বন্যার সৃষ্টি হতে পারে, যা খবুই স্বল্প মেয়াদি। দু-একদিনের মধ্যে বৃষ্টিপাত কমে গেলে নদীর পানি কমে যাবে।
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও বন্যা হওয়ার সম্ভাবনা খুব কম। আর টানা বৃষ্টি হলেও স্বল্প মেয়াদি বন্যা হবে, যা আবার দ্রত নেমে যাবে।