আম বাগানে দেখা মিলল রাসেলস ভাইপারের
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আলালপুরের আম বাগানে দেখা মিলল রাসেলস ভাইপারের। পরে তা লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে বাগান শ্রমিকরা। আজ সোমবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সাপটি পিটিয়ে মেরে ফেলা হয়।
ভোলাহাট সদর ইউনিয়নের আলালপুর গ্রামের আম বাগান মালিক অবসরপ্রাপ্ত শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘অন্যান্য দিনের মতো আমার আম বাগানে শ্রমিকরা গাছ থেকে আম পাড়ছিল। এ সময় তারা বাগানের ভেতর সাপ দেখে চিৎকার করে উঠে। কাছাকাছি গিয়ে দেখি বেশ মোটা ও বড় একটা সাপ। আতংকিত শ্রমিকরা পরে সেটিকে রাসেলস ভাইপার সাপ বলে তাদের কাছে থাকা আম পাড়ার লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে।’
মিজানুর রহমান আরও বলেন, ‘ভোলাহাট সীমান্তবর্তী উপজেলা হলেও পদ্মা নদী ও বরেন্দ্র অঞ্চল অনেক দূরে। কীভাবে ভোলাহাটে রাসেলস ভাইপার এলো তা নিয়ে আমরা চিন্তিত।’
ভারত সীমান্তবর্তী আলালপুরের স্থানীয়রা বলছে, ভোলাহাটে মহানন্দা নদী ঢুকেছে ভারত থেকে। আবার পদ্মা নদীর সঙ্গে মহানন্দার সংযোগ রয়েছে। রাসেলস ভাইপার হয়তো নদী পথে ভেসে আসতে পারে।
স্থানীয়দের শংকা সীমান্ত এলাকার ঝোঁপ-ঝাড়ে আরও রাসেলস ভাইপার থাকতে পারে।