খালেদা জিয়ার মুক্তির দাবির সমাবেশে পেশাজীবীরা
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপি আয়োজিত সমাবেশে অংশ নেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। গুরুতর অসুস্থ খালেদা জিয়ার মুক্তি দাবিতে আজ শনিবার (২৯ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের আয়োজন করে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ পরিচালনা করেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।
সম্মিলিত পেশাজীবী পরিষদ
বিএনপির সমাবেশে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) নেতাদের মধ্যে অংশ নেন সদস্য সচিব কাদের গণি চৌধুরী, সৈয়দ আবদাল আহমদ, প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, প্রকৌশলী মো. মাহবুব আলম, প্রকৌশলী একেএম আসাদুজ্জামান চুন্নু, মো. হানিফ, রফিকুল ইসলাম প্রমুখ।
ইউট্যাবের অংশগ্রহণ
বিএনপির সমাবেশে অংশ নেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে ইউট্যাবের নেতাদের মধ্যে সমাবেশে অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. নুরুল ইসলাম, প্রচার সম্পাদক অধ্যাপক ড. আব্দুল করিম, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, অধ্যাপক ড. মো. ইলিয়াস, অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক জাহাঙ্গীর, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক আতাউর রহমান, খান মো. মনোয়ারুল ইসলাম, অধ্যাপক মোস্তাফিজ, অধ্যাপক নওশের, অধ্যাপক আমীর হোসেন প্রমুখ।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউট্যাবের মহাসচিব ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, খালেদা জিয়া মুক্ত না হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে। আমরা আর কাল বিলম্ব না করে অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করছি। তা না হলে পেশাজীবী সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে বাধ্য হবে।
ড্যাব : চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, সহসভাপতি ডা. রফিকুল কবির লাবু, ডা. সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. রফিকুল ইসলাম, ডা. ডা. পারভেজ রেজা কাকন, ডা. মো. মেহেদী হাসান, ডা. জাহেদুল কবির জাহিদ, ডা. নিলোফা ইয়াসমিন, ডা. বাসেদুর রহমান সোহেল, ডা. ইব্রাহিম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষিবিদদের অংশগ্রহণ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কৃষিবিদ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. জি কে মোস্তাফিজুর রহমান, কৃষিবিদ শফিউল আলম দিদার, কৃষিবিদ সানোয়ার আলম প্রমুখ।