মতিঝিলে প্রশাসনের অভিযানে দেবোত্তোর সম্পত্তি উদ্ধার
রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের পাশে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের হিন্দু সম্প্রদায়ের দেবোত্তোর সম্পত্তি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। সম্পত্তি উদ্ধারের লক্ষ্যে আজ শনিবার (১৩ জুলাই) সকালে সেনা কল্যাণ ভবনের পাশে অভিযান চালানো হয়।
ঢাকা জেলা প্রশাসন জানায়, সেখানে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি কয়েক দশক ধরে বেদখল করে রেখেছিল একটি চক্র। হিন্দু কল্যাণ ট্রাস্টের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে জানা যায়, এখানে একসময় একটি মন্দির ছিল। সেই সম্পত্তি দখল করে স্থায়ী-অস্থায়ী স্থাপনা তৈরি করে দখলকারীরা। দখল ছেড়ে দিতে কয়েকবার নোটিশ দেওয়া হয়, কিন্তু তা না করায় আজ অভিযান চালানো হয়েছে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারা জানান, শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরের জায়গাটি দীর্ঘ দিন ধরে, হাত বদল হয়ে বিভিন্ন পক্ষের দখলে ছিল। পরবর্তীতে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়।
এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেবোত্তোর সম্পত্তি দখলমুক্ত করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।