চট্টগ্রামে কোটা সংস্কারপন্থিদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৩
চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে। এতে আন্দোলনে আরও উত্তাপ ছড়াচ্ছে। তবে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোথাও বলপ্রয়োগ করেননি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পক্ষ থেকে নিহতের তথ্য নিশ্চিত করা হয়েছে। যদিও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরির্দশক মো. আলাউদ্দিন দুজন নিহতের খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, সংঘর্ষে চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী ও দুই পথচারি নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম ওয়াসিম আকরাম, পথচারীদের নাম ফারুক ও ফিরোজ।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টা থেকে চট্টগ্রামের মুরাদপুর ও ষোলশহর এলাকায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে ষোলশহর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় কোটা আন্দোলনকারীরা পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি ষোলশহর এলাকায় করতে পারেনি। পরে শিক্ষার্থীরা মুরাদপুর এলাকায় অবস্থান নিলে দফায় দফায় ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজনকে দেশীয় ও আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনকারীরা মুরাদপুর এলাকায় এবং যুবলীগ ও ছাত্রলীগের অনুসারীরা দুই নম্বর গেইট এলাকায় অবস্থান করছে। থেমে থেমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।