রামপুরা ব্রিজে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান
রাজধানীর রামপুরা ব্রিজে অবস্থান করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে তারা এখনও পর্যন্ত রাস্তা অবরোধ করেনি। আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে তারা এখানে অবস্থান নেয়।
এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দেশের সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত কলেজসমূহ বন্ধ ঘোষণা করে। সবশেষ ইউজিসি দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এদিকে ইউজিসির নির্দেশনা মোতাবেক একে একে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু আন্দোলকারী শিক্ষার্থীরা সেই নির্দেশ অমান্য করে বিক্ষোভ অব্যাহত রেখেছে। গত মঙ্গলবার (১৬ জুলাই) কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে ছয়জনের মৃত্যু হয়েছে।