ফরিদপুর জেলা জামায়াতের কার্যালয়ে পুলিশের অভিযান
ফরিদপুরে জেলা জামায়াতের কার্যালয়ে পুলিশের অভিযান চালিয়েছে। এ সময় ১২ ককটেলসহ বিপুল জিহাদি বই উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে জেলা জামাতের কার্যালয়ে অভিযান শুরু হয়।
শহরের চকবাজার মসজিদের সামনে একটি ভবনের চারতলায় দুই ঘণ্টাব্যাপী অভিযানকালে ১২টি ককটেল ও জিহাদি বইসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ১২টি ককটেল ও জিহাদি বইসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।