রুমিন ফারহানাসহ বিএনপির তিন নেতার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হকের রাজধানীর বাসায় এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব কারাবন্দি আমিনুল হকের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার (৩ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে রুমিন ফারহানা তার রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে ফেসবুক পেজে লাইভে এসে অভিযোগ করেন, একদল ছেলে লাঠি হাতে তার বাসার সামনে এসে গালি দিয়ে ভাঙচুর করে যায়।
এদিকে, রাজধানীর ধানমণ্ডিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, তার বাসায় একদল দুর্বৃত্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু লোক তার খোঁজ করে। তবে তিনি এ সময় বাসায় ছিলেন না বলে জানান।
এ ছাড়া মিরপুর-১ এ অবস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব কারাবন্দি আমিনুল হকের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ‘নিউ ক্যাফে ধানসিঁড়ি’ রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিনগত রাত ১২টার দিকে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন আমিনুল হকের বড় ভাই।