আশুলিয়ার পোশাক শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত
সাভারের আশুলিয়ার পোশাক শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টসের সামনে দিকে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম রোকেয়া বেগম (৩৫)। তিনি মাস্কট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর পদে ফিনিশিং শাখায় চাকরি করতেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাস্কট পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানার বন্ধ থাকার নোটিশ দেখে ক্ষুব্ধ হয়। এসময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পাশের সাউদার্ন গার্মেন্টস ও রেডিয়েন্স নামে দুটি পোশাক কারখানায় ইট পাটকেল ছোঁড়েন। ওই দুটি পোশাক কারখানার শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে পাল্টা ইটপাটকেল ছুঁড়লে ত্রিমুখী সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন রোকেয়া বেগম নামের এক শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে ৩০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা শিল্প এলাকায়।