চেয়ারম্যানসহ পিএসসির সব সদস্যের পদত্যাগ
সরকারি কর্মকমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১২ সদস্য পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) তারা একযোগে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র পেশ করেন। তবে, দুজন সদস্য অনুপস্থিত থাকায় এখনও পদত্যাগপত্র জমা দেননি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পর পিএসসির সব সদস্যের পদত্যাগের দাবি ওঠে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সম্পূর্ণ দলীয় বিবেচনায় পিএসসির সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে, এমন অভিযোগ আনা ছাত্র-জনতার পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকার শপথের দুই মাস পুরো হতেই আজ দুজন বাদে পদত্যাগপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।
পদত্যাগ করা সদস্যরা হলেন—সাবেক জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহম্মদ, সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা, সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ, অধ্যাপক মুবিনা খন্দকার, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম, সাবেক সচিব খলিলুর রহমান, মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, সাবেক জ্যেষ্ঠ সচিব মাকছুদুর রহমান, সাবেক সচিব নাজমানারা খাতুন, এন সিদ্দিকা খানম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। সাবেক জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ ও সাবেক সচিব শফিকুল ইসলাম এখনও পদত্যাগপত্র জমা দেননি।