ময়মনসিংহে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ
ময়মনসিংহে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ উপলক্ষে ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে গতকাল সোমবার (২ ডিসেম্বর) দুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগের ২০ জনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ময়মনসিংহের সভাপতি মো মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য শাহিন হাসনাত, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সস্পাদক সাইফুল ইসলাম।
চেক বিতরন অনুষ্ঠানে মুহাম্মাদ আব্দুল্লাহ বলেন, কল্যাণ ট্রাস্টের দায়িত্ব নেওয়ার সময় তহবিল প্রায় শূন্য ছিল। আগে ফ্যাসিবাদের দোষরদের অনুদান দেওয়া হয়েছে তবু পেশাদার অস্বচ্ছল এবং মারা যাওয়া সাংবাদিক পরিবারকে অুনুদান দেওয়া হয়নি। দায়িত্ব নিয়েই এ রকম ৫০ জনকে অনুদান দেওয়া হয়েছে। কোনো মতাদর্শ দেখা হয়নি। পেশাদার সাংবাদিকত এবং প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ১৫ বছর ধরে যারা বঞ্চিত ছিল তাদের অগ্রাধিকার দিয়ে সহায়তা দেওয়া হয়েছে। আগামী অর্থবছর থেকে প্রবীণ সাংবাদিকদের ভাতা দেওয়া হবে। পেশাদার সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করে তাদের জীবন বিমার আওতায় আনা হবে।
সভাপতির বক্তব্যে মো মুফিদুল আলম বলেন, সাংবাদিকরা সত্যের সঙ্গে মিথ্যার মিশেল করবেন না। কারণ আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। দেশকে সামনে এগিয়ে নিতে হলে সাংবাদিকদের কল্যাণের ওপর গুরুত্ব দিতে হবে। তবে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। নতুন বাংলাদেশ হবে ফ্যাসিবাদমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এ জন্য সাংবাদিকদের ইতিবাচক পেশাদারত্বের সঙ্গে আপসহীনভাবে কাজ করতে হবে।