সাজেকে আটকেপড়া পর্যটকরা সেনা সহায়তায় ফিরছেন
রাঙামাটির বাঘাইছড়িতে পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে আটকেপড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির উদ্দেশে তারা ফিরতে শুরু করেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিসোর্ট ব্যবসায়ি সমিতির নেতারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সারা দিন বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দুটি দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ থাকায় পর্যটকরা গতকাল বিকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সাজেকে আটকে পড়েন।
সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানিয়েছেন, যারা গতকাল বিকেলে আটকা পড়েছিল এবং আজকে সকালে যাদের চলে যাওয়ার কথা ছিল তারা বেলা ২টার পর সেনা সহায়তায় সাজেক ছেড়ে গেছেন। দুদিনের জন্য যারা এসেছে তাদের মধ্যে কিছু পর্যটক এখনও সাজেকে আছে।
বাঘাইছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় দুপুর ২টার দিকে পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ির দিকে রওনা দিয়েছেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে, সাজেকে আজ বুধবার একদিনের জন্য পর্যটক গমনে নিরুৎসাহিত করে বিজ্ঞপ্তি দেয় রাঙামাটি জেলা প্রশাসন।