লিঙ্গ বৈষম্য দূরীকরণে কর্মশালা
লিঙ্গ বৈষম্য দূরীকরণবিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিং (বিপসট) এবং জেনেভা সেন্টার ফর সিকিউরিটি সেক্টর গভার্নেন্সের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
আজ বুধবার (৪ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে আয়োজিত কর্মশালার মূল লক্ষ্য ছিল সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এর মাধ্যমে বাহিনীগুলোতে লিঙ্গ সমতা বজায় রাখার প্রচেষ্টাকে আরও জোরদার করা যাবে। এ ছাড়া কর্মশালায় প্রাপ্ত মতামত ও পর্যালোচনার ভিত্তিতে বাংলাদেশ পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিং ইনস্টিটিউটের বর্তমান প্রশিক্ষণ কার্যক্রম আরও সমৃদ্ধ করা হবে। এই ধরনের উদ্যোগ লিঙ্গ সমতা প্রতিষ্ঠা এবং সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি ছিলেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। তিনি অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। কর্মশালায় সশস্ত্র বাহিনীর ৩০ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সামরিক বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে নারীদের নিয়োগের মাধ্যমে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শান্তিরক্ষা মিশনে নারীদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ইউএন উইমেন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী যৌথভাবে কাজ করে যাচ্ছে।