ট্যাগিংয়ের ভয় না করে ‘সিরিয়াস সাংবাদিকতা’র আহ্বান প্রেস সচিবের
ট্যাগিংয়ের ভয় না করে সিরিয়াস সাংবাদিকতার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। আপনি পারলে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে লেখেন। আমার সিস্টেমেটিক ফেইলর থাকলে আমাকে নিয়ে লেখেন।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুসন্ধানী সাংবাদিক সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রথম পর্ব ‘বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা’ বিষয়ক আলোচনা সভায় শফিকুল আলম এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, আমরা চাই আপনারা সবাই লেখেন, কারা কারা জঙ্গিতে জড়িত হচ্ছে, আমাদের সমাজে রেডিকালিজম আছে। আমরা চাই আপনারা সিরিয়াস জার্নালিজম করেন। আমাদেরকে জানান, কারা কারা এখানে জড়িত। আপনারা যদি ট্যাগিংয়ের ভয়ে বন্ধ করে দেন, আমরা কীভাবে জানব। অনেক ক্ষেত্রে আমরা তো পুলিশের ওপর নির্ভর করতে পারি না। আপনার জার্নালিজম আমাদেরকে তথ্য প্রদান করে। আগেই যদি একটা কনক্লুশন ড্র করে ফেলেন যে ওই বিষয়ে রিপোর্ট করা যাবে না, তাতো একটা ভয়াবহ বিষয়। এটা আমরা চাচ্ছি না।