ভারতের ব্যবসায়ীরাই বেশি ক্ষতির মুখে পড়ছে : পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে চলমান বাণিজ্য মন্দা দ্রুতই অবসান হবে বলে আমরা প্রত্যাশা করছি। এ মন্দার ফলে ভারতের ব্যবসায়ীরাই বেশি ক্ষতির মুখে পড়ছে। আমরা আশা করি অচলাবস্থার দ্রুত সমাধান হবে।
আজ রোববার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত ‘সার্ক : দক্ষিণ এশিয়ার জনগণ সহযোগিতা কামনা করে’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা চলছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র অফিস পরামর্শের (এফওসি) জন্য আগামীকাল সোমবার ঢাকায় আসছেন। ওই সময় দুদেশের বাণিজ্য সমস্যা এবং পারস্পরিক উদ্বেগের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।
প্রতিবেশীদের মধ্যে খোলামেলা সংলাপের গুরুত্বের ওপর জোর দিয়ে তৌহিদ হোসেন বলেন, ‘আমরা যদি সমস্যার সমাধান করতে চাই, আমাদের প্রথমে তাদের উপস্থিতিকে স্বীকার করতে হবে। ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের গুণগত পরিবর্তনের কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের এখন আঞ্চলিক সহযোগিতার দিকে ফিরতে হবে। সার্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকগুলি পুনরায় শুরু করতে হবে।’
সার্ক জার্নালিস্ট ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি নাসির আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির প্রমূখ। মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার। অনুষ্ঠানে ভারত, পাকিস্তানসহ সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।