সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের দুই বারের সংসদ সদস্য, গণমানুষের প্রিয় নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের স্থানীয় শহীদ মিনারে জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত ও এস এম মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে কারাবন্দি ভাটি বাংলার এই নেতার দ্রুত মুক্তির দাবি জানিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ড. মো. রফিকুল ইসলাম হিলালী।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সাবেক সহসভাপতি ইমরান খান চৌধুরীসহ বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির সভাপতি ও আহ্বায়ক এবং সদস্য সচিবরা।
ক্ষমতার পট পরিবর্তনের পর এই প্রথম নেত্রকোনায় বিএনপির এত বড় শো-ডাউন অনুষ্ঠিত হয়। এর আগে জেলার ১০ উপজেলা থেকে বিভিন্ন স্লোগানে সমাবেশে যোগ দেয় দলীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।