মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে, বাড়ছে শীতের তীব্রতা
চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ জেলায় আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। হিমেল বাতাসের দাপটে বাড়ছে শীতের তীব্রতা। হাড় কাঁপানো শীত ও হালকা কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ।
চুয়াডাঙ্গায় একদিনে তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার সকালে ১৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এবং গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত কয়েকদিন যাবৎ তাপমাত্রা কমতে শুরু করায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা এবং গোপালগঞ্জে হিমেল বাতাসের দাপটে বাড়ছে শীতের তীব্রতা। হাড় কাঁপানো শীত ও হালকা কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। এতে খেটে খাওয়া দিনমজুর শ্রমিকরা চরম বিপাকে পড়েছেন।
আজ সকাল থেকে এই দুই জেলা ঘন কুয়াশায় ঢেকে গেছে। কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। অনেক মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। শহরের রাস্তায় চলাচল কমে গেছে এবং বেলা গড়ালেও যানবাহনগুলো কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এটি চুয়াডাঙ্গা জেলার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে গোপালগঞ্জের তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এখনও জেলায় সূর্যের দেখা মেলেনি। এই মৌসুমে জেলায় এখন পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা।