তাঁতীদলের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও কম্বল বিতরণ
ময়মনসিংহে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি, আলোচনা সভা ও কম্বল বিতরণ করেছে জেলা তাঁতীদল। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে জেলা তাঁতীদল এ কর্মসূচি পালন করে।
নগরীর নতুন বাজারে দলীয় কার্যালয় থেকে তাঁতীদলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ ও জেলা সভাপতি ডা. রুহুল আমিনের নেতৃত্বে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন চৌধুরী, সদস্য আনিসুর রহমান আরিফ, মহানগর সভাপতি ডা. জাহাঙ্গীর আলম ও দক্ষিণ জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোক্তার হাসেন মণ্ডল।
পরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।