চাঁদপুর জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাবেক ছাত্রদল নেতারা। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাবেক ছাত্রদলের নেতারা।
বক্তারা বলেন, দূর্দিনের কাণ্ডারী জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। চাঁদপুরবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক তিনি। তিনি একদিনে তৈরি হননি। তিনি জেল, জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
মিছিলে সাবেক ছাত্রদলনেতা মাসুদ রানা, ইবনে মামুন, উজির, রবিউল ব্যাপারী, রনি আখন্দ, হাবিব খান, মো. রাহিম, কাদিরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।