উপজেলা পর্যায়ে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ হবে : মহাপরিচালক
শিগগিরই সারাদেশে উপজেলা পর্যায়ে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ মাঠে চা শ্রমিক ও অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে আনসার ও ভিডিপির মহাপরিচালক এসব কথা বলেন।
আনসার ও ভিডিপির মহাপরিচালক বলেন, শীতের এই লগ্নে উত্তরাঞ্চলে আপনারা যারা থাকেন তারা সবচেয়ে কষ্টের মধ্যে থাকেন। সেটা আমরা অনুধাবন করতে পারি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তৃণমূল পর্যায়ে দেশের সর্বপ্রান্তে আমাদের ৬০ লাখের বিশাল বাহিনী প্রান্তিক পর্যায়ে থাকে। শীতে আপনাদের কষ্ট দুর্দশাগুলো লাঘব করতে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসেছি।
আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আরও বলেন, সমাজে আমাদের দুর্দশার জায়গাগুলো সম্মিলিত শক্তির মাধ্যমে সহজে সমাধান করতে পারি। আমাদের মধ্যে যত ধরনের অস্থিরতা আছে, অস্থিতিশীলতা আছে সেই জায়গাগুলোতে আমরা সবাই মিলে সামাজিক প্রক্রিয়ায় কাজ করতে পারি। আনসার ও ভিডিপি সেই কাজটিই করে।
আনসার প্রধান বলেন, সমাজের সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে সমাজের সেই ভূমিকাকে আমাদের প্রতিজ্ঞা হিসেবে নিয়ে, অঙ্গীকার হিসেবে নিয়ে আমরা আগামী মাস থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সমাজের যারা তরুণ আছেন, অন্যান্য যারা কর্মসংস্থান ও উদ্যোক্তা হতে চান তাদেরকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হবে। সারাদেশের আনসার ও ভিডিপি ক্লাবগুলোকে আমরা আবার নতুন করে সাজিয়ে নিচ্ছি। সেই ক্লাবগুলো আর্থ-সামাজিক কার্যক্রমের মূল উৎস। ওখানে আমাদের আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক, আনসার কো-অপারেটিভ সোসাইটি এবং আমাদের আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট-সবগুলো সম্মিলিতভাবে একটা নীতিমালার মাধ্যমে সম্পৃক্ত করে আপনাদের জন্যই এই বিশাল জনগোষ্ঠীকে এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করার যে কাজ তা আমরা শুরু করব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুরের রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ, আনসার ও ভিডিপি পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী, কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াৎ হোসাইনসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।