অবৈধ বিদেশি নাগরিকদের বৈধতার সময়মীমা বেঁধে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে অবৈধ বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের এ সময়সীমা বেঁধে দেয়।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন না করলে অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।