অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৬ কর্মকর্তা বদলি, দুজনের আদেশ বাতিল
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও পুলিশ সুপারসহ ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এ ছাড়া পুলিশ সুপার হিসেবে দুজনের বদলির আদেশ বাতিল করা হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তর ঢাকার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ স্টাফ কলেজ ঢাকার রেক্টর (অতিরিক্ত আইজি) হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুরের পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তর ঢাকার এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে (বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) নাটোরের পুলিশ সুপার, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রামের পুলিশ সুপার, অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে টাঙ্গাইলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, পুলিশ সুপার (বিশেষ শাখা, ঢাকা) মো. জাকির হোসেনের দিনাজপুরের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ ও গাইবান্ধার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. আবু সায়েম প্রধানের চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
এ ছাড়া সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত (বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্তির আদেশপ্রাপ্ত) ডিএমপির উপকমিশনার মোহাম্মদ মাহবুব হাসানকে অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।