সারা দেশে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (১ জানুয়ারি)। এ উপলক্ষে দুদিনের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। আজ সকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন নেতাকর্মীরা। সারা দেশে দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলা-উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, শোভা যাত্রা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে :
কাকন রেজা, শেরপুর
শেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা শহরে পৃথকভাবে মিছিল সমাবেশ করেছেন নেতাকর্মীরা। সকালে জেলা ছাত্রদলের সভাপতি সম্পাদকের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। দুপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেলের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীরা শোভাযাত্রা বের করে।
সকালে ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ ও সম্পাদক নাইম হাসান উজ্জ্বলের নেতৃত্বে ছাত্রদলের একটি শোভাযাত্রা জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
অপরদিকে জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেলের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীরা দুপুরে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সাবেক ও বর্তমান ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ভজন দাস, নেত্রকোনা
নেত্রকোনায় জাতীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচিতে পালিত হয়েছে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী।
জেলা ছাত্রদলের উদ্যোগে সকাল ৯টায় ছোট বাজারে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
সকাল ১০টা থেকেই জেলা ছাত্রদলের নেতৃত্ব প্রত্যাশী বিভিন্ন নেতার নেতৃত্বে ঢাক-ঢোল বাজিয়ে ব্যানার ফেস্টুন সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠ এবং আনন্দ বাজার বালুর মাঠে নেতাকর্মীরা জড়ো হন। সকাল সাড়ে ১১ টায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীর নেতৃত্বে মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠ থেকে এবং দুপুর ১২টায় আনন্দ বাজার বালুর মাঠ থেকে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর জেলা শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বেলা ১টায় দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আইয়ুব আলী, ময়মনসিংহ
ময়মনসিংহে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে মহানগর উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। নগরীর নতুন বাজারে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রুকন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুলন, সাধারণ সম্পাদক রায়হান করিম হলুদ, মহানগর ছাত্রদলের সভাপতি নাঈমুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আসমাউল আসিফ, জামালপুর
জামালপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ দুপুরে এ উপলক্ষে সামবেশ ও শোভাযাত্রার আয়োজন করে জেলা ছাত্রদল।
শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদল সমাবেশের আয়োজন করে। সমাবেশে জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবুল মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সহসভাপতি রুকনুজ্জামান রুকন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, শহর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদসহ অন্যান্যরা বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন আমাদের দাবি অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করতে হবে।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
আক্তার ফারুক শাহিন, বরিশাল
বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের সমাবেশে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। আজ দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
এর আগে একই স্থানে সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সমাবেশ শেষে জেলা ও মহানগর ছাত্রদল নগরীতে পৃথক শোভাযাত্রা বের করে।
মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। সমাবেশস্থলের বাইরে একটি তুচ্ছ ঘটনার জেরে কিছু লোকজন এই ঘটনা ঘটিয়েছে।
মহানগর ছাত্রদলের সমাবেশে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার।
এদিকে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন।
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের টেংকেরপাড় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
পরে এক সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, সদস্য সচিব সমীর চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক সালমান হৃদয়, সানি, আব্দুল্লাহ আল গাফফারসহ অন্যান্য নেতারা। পরে জেনারেল হাসপাতালে জেলা ছাত্রদলের উদ্যোগে নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।
সঞ্জিব দাস, ফরিদপুর
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরেও ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বিকেলে জেলা ছাত্রদল ও মহানগর ছাত্রদলের আয়োজনে শহরে বিশাল শোভাযাত্রা বের হয়। এতে ছাত্রদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে শহরে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
সংগঠনের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কায়ুইম জঙ্গী, জেলা বিএনপিনেতা আজম খান, আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম রব্বানী রতন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ ছাত্রদল, বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতারা।