রাজধানীর সীমান্ত স্কয়ারে সোনার দোকানে চুরি
রাজধানীর ধানমণ্ডির সীমান্ত স্কয়ার শপিং মলের এক স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের ওই দোকানে জুমার নামাজের সময় এ চুরির ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমণ্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তবে, কী পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে তা জানাতে পারেননি তিনি।
আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি আমরা তদন্ত করছি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করছি। যে সময় চুরি হয়েছে, সে সময় দোকানে লোকজন ছিল না। স্বর্ণালঙ্কার চুরির প্রমাণ পাওয়া গেছে। অপরাধীদের ধরার চেষ্টা করছি।
মোহাম্মদ আনোয়ার হোসেন আরও বলেন, সংশ্লিষ্ট দোকান মালিক, মার্কেট কর্তৃপক্ষ ও মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলছি। এ ঘটনায় একটি মামলা হয়েছে।