কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকে আছে ফেরি খান জাহান আলী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর বাইগার নামে তিনটি ফেরি। চার ঘাটে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এর মধ্য বেশিরভাগই পণ্যবাহী ট্রাক।
বিআইডব্লিউটিসির ডিজিএম নাসির চৌধুরী জানান, সন্ধ্যার পর থেকে আরিচা-কাজিরহাট নৌপথে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। একপর্যায়ে রাত সাড়ে ১১টায় কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে চ্যানেলের বিকন বাতিসহ নৌ চ্যানেল অস্পষ্ট হয়ে যায়। বাধ্য হয়ে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় মাঝ নদীতে খান জাহান আলী নামে একটি রো রো ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে। এ ছাড়া আরিচা ঘাটে চিত্রা, কৃষাণী ও শাহ আলী নামে তিনটি ফেরি ও কাজিরহাট ঘাটে ধানসিঁড়ি নামে অপর একটি ফেরিকে ঘাট ছাড়ার অনুমতি দেওয়া হয়নি।
এদিকে, রাত ১টায় ঘন কুয়াশার তীব্রতায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বন্ধ করে দেওয়া হয়। সেসময় মাঝ নদীতে আটকে পড়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বাইগার নামে দুটি ফেরি। এ ছাড়া পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে মোট আট ফেরি আটকে রাখা হয়েছে।
ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয়ঘাটে তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায়। এদের মধ্যে বেশিরভাগ পণ্যবাহী ট্রাক ও প্রাইভেটকার, মাইক্রোবাস বলেও তিনি জানান।