সচিবালয়ে পুড়ে যাওয়া ভবন ১২ দিনের মধ্যে সংস্কার : গৃহায়ণ ও গণপূর্ত সচিব
আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া চারটি তলা বাদে অন্য তলাগুলোতে দাপ্তরিক কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। অগ্নিকাণ্ডের পর থেকে এত দিন উপদেষ্টা ও সচিব ছাড়া কারও গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া না হলেও ৫ জানুয়ারি থেকে অন্য কর্মকর্তা-কর্মচারীদের গাড়িও ঢুকতে দেওয়া হয়েছে।
আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে পুড়ে যাওয়া চারটি তলার সংস্কার কাজ শেষ হবে।
আজ রোববার (৫ জানুয়ারি) ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. হামিদুর রহমান খান সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্ত চারটি ফ্লোরে সংস্কার কাজ শেষ করতে ১০ থেকে ১২ দিন লাগবে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সংস্কার কাজ শেষ করা যায়। ৭ নম্বর ভবনে এখনো পানি সরবরাহ করা সম্ভব হয়নি। আশা করছি আজকের মধ্যে পানি সরবরাহ করা সম্ভব হবে।
সরেজমিনে দেখা যায়, ৭ নম্বর ভবনের নিচতলা থেকে পঞ্চমতলা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চললেও ভবনটির ষষ্ঠ থেকে নবম তলায় গণপূর্ত বিভাগের কর্মী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
পঞ্চম তলায় পূর্ব পাশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পশ্চিম পাশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। চতুর্থ তলায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তৃতীয় তলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, দ্বিতীয় তলায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন।
৭ নম্বর ভবনের বিভিন্ন তলা থেকে এখনো পোড়া গন্ধ বের হচ্ছে। মেঝেতে ছাইয়ের ছোপ ছোপ কালো দাগ। লিফট এখনো বন্ধ রাখা হয়েছে।