যমুনা রেল সেতু : ৯০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল
যমুনা রেল সেতুর ওপর দিয়ে ৯০ কিলোমিটার গতিতে চলেছে পরীক্ষামূলক ট্রেন। চলবে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে। আজ রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে পরীক্ষামূলকভাবে দুটি ট্রেন সফলভাবে সেতু অতিক্রম করে।
এ প্রতিবেদন লেখা লেখার সময় (বিকেল ৪টা) ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলার প্রস্তুতি চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন যমুনার ওপর নির্মিত যমুনা রেলওয়ে সেতুর চিফ সাইট ইঞ্জিনিয়ার মো. মাইনুল ইসলাম।
যমুনা রেল সেতু প্রকল্পের কর্মকর্তারা জানান, আজ পরীক্ষামূলকভাবে পূর্ণ গতিতে ট্রেন চলবে। প্রথমে সকাল ৯টা ২০ মিনিটে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে দুটি ট্রেন সেতুর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে ও পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে ছেড়ে যায়। এরপর সকাল ১০টা ২০ মিনিটের দিকে দ্বিতীয়বার ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে দুই পাশ থেকে ট্রেন দুটি সেতু অতিক্রম করে। এরপর বেলা ১১টা ১ মিনিটে ৮০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। এরপর সর্বশেষ ৯০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করেছে। সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতি নিয়ে আজই পরীক্ষা মূলক ট্রেন চলাচল করবে।
যমুনা নদীর উপর নির্মিত যমুনা রেল সেতুর অবকাঠামোগত নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। গত ২৬ নভেম্বর সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে। চলতি জানুয়ারি মাসে ট্রেন চলাচলের জন্য সেতুটি উদ্বোধন করার কথা রয়েছে। সেতুর দুই পাশের ১৩ কিলোমিটার রেললাইনের কাজও শেষ হয়েছে। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই সেতুটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।