কোটা আন্দোলনকে গণতান্ত্রিক আন্দোলনে রূপ দেন তারেক রহমান : আব্দুস সালাম
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ দাবি করেছেন তারেক রহমানের নির্দেশেই কোটা আন্দোলনকে গণতান্ত্রিক আন্দোলনে রূপ দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। যার কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হন।
আজ রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীপুরে আশুলিয়া থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেগুলো মিথ্যা ও পরিকল্পিত উল্লেখ করে দ্রুত এসব মামলা খারিজ করার জন্য অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূসের কাছে সুপারিশ করেন।
আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মণ্ডলের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়।
কর্মশালায় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।