শিশু আ. রহমান বাঁচতে চায়, প্রয়োজন ২৫ লাখ টাকা
ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশু আবদুর রহমানকে (৫) বাঁচাতে এগিয়ে আসুন। শিশুটি র্বতমানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যানসার বিভাগে ভর্তি আছে। যার ওয়ার্ড নম্বর-২০৯ বি, বেড নম্বর-০৩।
শিশুটির চিকিৎসার জন্য ২০ থেকে ২৫ লাখ টাকার প্রয়োজন। তার বাবা শফিকুর রহমান (ভ্যানে করে আতর-টুপি বিক্রেতা) ও মা কহিনূর আক্তার পুরান ঢাকার ‘খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসা’র শিক্ষিকা।
আবদুর রহমানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের অনুরোধ জানিয়েছেন শিশুটির বাবা শফিকুর রহমান।
সাহায্য পাঠানোর ঠিকানা
কহিনূর আক্তার, যার সঞ্চয়ী হিসাব নম্বর : 0100158917399; সুইফট কোড : JANBBDDHGRB; রাউটিং নম্বর : 135272440; জনতা ব্যাংক লিমিটেড, গেন্ডারিয়া কর্পোরেট শাখা, ঢাকা। বিকাশ নম্বর : ০১৯৯৫-৮৪৫৮৩২, ০১৯২৮-৭৬২০৪৯ (পারসোনাল)। যোগাযোগ : ০১৭১৮-৯২৩৪৫৬।