চলতি মাসেই সংস্কার কমিশনের প্রতিবেদন : শিল্প উপদেষ্টা
চলতি জানুয়ারি মাসের মধ্যেই সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে ‘জুলাই স্মৃতি সংযোগ করিডোর’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিল্প উপদেষ্টা ।
জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে উল্লেখ করে শিল্প উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে শিগগিরই নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার।
শিল্প উপদেষ্টা আরও বলেন, শিল্পকারখানা নির্মাণের সময় পরিবেশ সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। ঢাকা থেকে রাসায়নিক কারখানার কার্যক্রম মুন্সীগঞ্জে নির্মিত বিসিকের ক্যামিকেল পার্কে স্থানান্তরের কাজ চলছে। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই পরিবেশ সুরক্ষায় যেন কম্প্রোমাইজ করা না হয়।
আদিলুর রহমান খান আরও বলেন, জুলাই শহীদরা দেশকে মুক্ত করেছেন, তাদের স্বীকৃতিকে সামনে নিয়ে আসা এবং পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষণীয় করে রাখার কাজ চলমান থাকবে। শহীদ পরিবারকে সহায়তায় দেওয়ার প্রক্রিয়া চলমান থাকবে।
সংযোগ করিডোরটি জেলা ও দায়রা জজ আদালত ভবন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে চলাচলের জন্য নির্মিত হয়েছে।
এ সময় জেলায় আন্দোলনে পাঁচ শহীদ পরিবারের সদস্যরাসহ সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন উপস্থিত ছিলেন।