সাবেক প্রতিমন্ত্রী এনামসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভারে দোকান কর্মচারী মোহাম্মদ এরশাদকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. মো. এনামুর রহমানসহ ১৫৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
গতকাল সোমবার (৬ জানুয়ারি) রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলার বাদী গুলিতে আহত দোকান কর্মচারী মোহাম্মদ এরশাদ। তিনি সাভার পৌরসভার চাঁপাইন এলাকার মুক্তার আলীর ছেলে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে দাঙ্গা-হাঙ্গামা, মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখমসহ হত্যাচেষ্টার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রক্তক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের।
আন্দোলনের প্রথম পর্যায়ে ১৮ জুলাই বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডে চৌরঙ্গী মার্কেটের সামনে ডান ও বাম পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন মো. এরশাদ (৪৪)। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন–সাভার পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, নূরে আলম সিদ্দিকী নিউটন, রমজান আলী, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাসুদ চৌধুরী ও ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওরফে মাসুদ চৌধুরী।