অনুপ্রাণন পাণ্ডুলিপি প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ
জমকালো আয়োজনে পাণ্ডুলিপি প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ করেছে প্রকাশনা সংস্থা অনুপ্রাণন প্রকাশন। গত শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এই পুরস্কার বিতরণ করা হয়। সারা দেশ থেকে আসা যশস্বী লেখক, প্রাজ্ঞ সংস্কৃতজনসহ প্রায় সব শ্রেণির মানুষই সেখানে ভিড় জমান।
এদিন লেখক সম্মেলনের পাশাপাশি নির্বাচিত তিনটি বইয়ের পাঠ-উন্মোচনও হয়। উপস্থাপনা করেন রূপশ্রী চক্রবর্তী।
অনুষ্ঠানে বাচিক শিল্পী, কবি ও অনুবাদক সুলতানা শাহরিয়ার পিউকে শ্রদ্ধা-স্মরণের মাধ্যমেই শুরু হয় অনুষ্ঠান। ড. অনুপম কুমার পাল ‘তুমি কি কেবলই ছবি/ শুধু পটে লেখা...’ গানটি গাওয়ার মধ্য দিয়েই সূচনা হয় অনুষ্ঠানের। হলভর্তি মানুষের মধ্যে নেমে আসে নৈঃশব্দ্য। বাতি নিভানো অন্ধকারের মধ্যেই সবাই অজাতশত্রু পিউয়ের স্মরণ-সংগীতের সঙ্গে একাত্ম হয়ে যান।
স্মৃতিচারণ করেন পিউয়ের ঘনিষ্ঠ সহচরেরা। স্বাগত বক্তব্যে সম্পাদক ও প্রকাশক আবু এম ইউসুফ অনুষ্ঠানের ধারা পরম্পরা বর্ণনার পাশাপাশি সুলতানা শাহরিয়ার পিউ ওতপ্রোতভাবে অনুপ্রাণনের কার্যক্রমের সঙ্গে কীভাবে যুক্ত ছিলেন স্মৃতিমেদুর কণ্ঠে যুগ-পেরোনোর গল্পগাথা তুলে ধরেন।