ময়মনসিংহে গভীর রাতে মাজার ভাঙচুর
ময়মনসিংহ শহরের কালিবাড়ি এলাকায় বুধবার (৮ জানুয়ারি) দিনগত রাতে একটি মাজার ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম খান আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, লাঠিসোটা নিয়ে কালিবাড়ি এলাকায় সরকারি ডাক বাংলোর পাশের মাজারটিতে হামলা চালায় স্থানীয় একদল লোক। হামলা চালিয়ে মাজারটি ভাঙচুর ও ব্যাপক ক্ষতি সাধন করে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে হামলাকারীদের তাড়িয়ে দেয়।
এ ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলেও জানান ওসি।