অন্তর্বর্তী সরকারও পতিত হাসিনার মতো কাজ করছে : আসাদুজ্জামান রিপন
মুখে সংস্কার করার কথা বললেও অন্তর্বর্তী সরকারও পতিত শেখ হাসিনার সরকারের মতো কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে মাদারীপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ড. আসাদুজ্জামান রিপন। এ সময় ড. আসাদুজ্জামান রিপন অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
ড. আসাদুজ্জামান রিপন অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, মুখে সংস্কারের কথা বললেও ভিতরে ভিতরে তারা তাদের লোকজনকে বিভিন্ন স্থানে বসিয়ে দিচ্ছে। তারাও পতিত হাসিনা সরকারের পথ অনুসরণ করে বিভিন্ন নিয়োগ দিচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। তাদের পাঁচ মাস হতে চললেও কেন উপদেষ্টাদের সম্পদের হিসেব দেওয়া হচ্ছে না। কেন তারা অনুসরণীয় হচ্ছে না। তারা বিভিন্ন কমিশনে যেসব কাজ করছে, তা পাবলিকলি বলে বেড়াচ্ছে। এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না।
ড. আসাদুজ্জামান যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ সরকারের এ কয়েক মাসের কার্যক্রমে এ দেশের মানুষ সন্তুষ্ট হতে পারেনি।
প্রস্তুতি সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, কার্যকরী সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, মিজানুর রহমান মুরাদ, অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। এ সময় জেলা বিএনপির কাউন্সিল নিয়ে নেতাকর্মীরা আলোচনা করেন।