৪ বছর ধরে মর্গে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ
পাবনায় চার বছর ধরে মর্গে পড়ে আছে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ। ২০২০ সালের ১৫ মে নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর বাঁধের দক্ষিণ পাশে ব্রিজের নিচে জালের মধ্যে ঝুলন্ত অবস্থায় এই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।
এই নারীকে ধর্ষণেরর পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে মেডিক্যাল রিপোর্টে জানা যায়।
এ ব্যাপারে সুজানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যার নম্বর ৪৩২, তারিখ ১৫-০৫-২০২০।
এরপর সুজানগর থানার কামালপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করেন তিনি। এরপর মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হলে দীর্ঘ চার বছরেও এই নারীর পরিচয় বা তাঁর স্বজনদের কোনো খোঁজ না পাওয়া যায়নি। তাই মামলার আসামিরাও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে।
এই অজ্ঞাতপরিচয় নারীর স্বজনদের কোনো সন্ধান পাওয়া গেলে বিশেষ পুলিশ সুপার কার্যালয়, সিআইডি পাবনায় যোগাযোগের জন্য বলা হয়েছে। যোগাযোগের মোবাইল ফোন নম্বর ০১৩২০-০১৪৮৬৭।
অজ্ঞাতপরিচয় এই নারীর পরিচয় পাওয়া গেলে এই হত্যাকাণ্ডের ঘটনাটি কেন ঘটেছে তার রহস্য উদঘাটন ও আসামি শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছে সিআইডি।
এই ব্যাপারে সিআইডির পুলিশ পরিদর্শক উত্তম কুমার পাল বলেন, পাবনার বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে ফলাও করে সংবাদ প্রচার করেও নিহত নারীর কোনো পরিচয় জানা সম্ভব হয়নি। তাই দীর্ঘ চার বছরেও মামলাটির বিচারকাজ আলোর মুখ দেখেনি।