দেশ পরিচালনার দায়িত্ব পেলে মানুষের সেবা করব : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যদি ভবিষতে এ দেশ পরিচালনার দায়িত্ব পাই, তাহলে শোষণ নয়—মানুষের সেবা করব।’
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে মঈন খান এ কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, আমরা সরকারে যেতে চাই জনকল্যাণবিষয়ক কাজ করার জন্য। এ দেশের কোটি কোটি দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য। ধনী মানুষের জন্য সরকারের প্রয়োজন নেই। ধনী মানুষ নিজেরাই তাদের ব্যবস্থা করে নিতে পারে। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন রাতে গায়ে জড়ানোর জন্য শীতের কাপড় নেই। একটি সুয়েটার বা চাদর তাদের গায়ে দেওয়ার মতো নেই। তাই আজকে আমরা এসব দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আগামীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি একটি সরকার গঠিত হয়। আর আপনারা যদি সেই দায়িত্ব আমাদের দেন, তাহলে আমরা নিশ্চিত করব এই বাংলাদেশে একজন দরিদ্র মানুষও যেন না থাকে। সেই অর্থনীতিতে আমরা বিশ্বাস করি। পুরো শীতের সময়টা আমরা আপনাদের পাশে দাঁড়াব।
ড. আব্দুল মঈন খান আরও বলেন, যারা গত ১৫ বছর দেশ শাসন করেছে, তারা দেশের মানুষের কল্যাণের পরিবর্তে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। এ দেশের কৃষক, মজদুর, দরিদ্রসহ আপামর মানুষ যারা দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করেছে—বিগত সরকার তাদের রক্ত চুষে খেয়েছে। তাই তারা এখন কষ্টে দিনানিপাত করছে। আজকে তারা যখন শীতে কষ্ট পাচ্ছে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই।
মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন খান ওরফে ভিপি মনিরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপিনেতা বাবুল সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেন শা শানু, পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, বিএনপিনেতা আলফাজ উদ্দিন, বাবুল, জাহাঙ্গীর, ইব্রাহীম প্রমুখ।