রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনে দায়িত্বে থাকা অনেকেই আ.লীগের দোসর : ওয়ারেছ আলী মামুন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও বাংলাদেশে থাকা আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে। গত ১৭ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণের মধ্য দিয়ে দলীয়যন্ত্রে পরিণত করেছে। রাষ্ট্রযন্ত্র, প্রশাসনে যারা দায়িত্বে রয়েছেন তারা অনেকেই আওয়ামী লীগের দোসর। তারা নিজেদের চেহারা পাল্টিয়ে অন্য চেহারায় বর্তমান সরকারের সুযোগ-সুবিধা গ্রহণ করার জন্য প্রশাসনের বিভিন্ন চেয়ারে বসে গোপনে ষড়যন্ত্র করছেন।
আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় জামালপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে জেলা যুবদল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন এসব কথা বলেন।
ওয়ারেছ আলী মামুন বলেন, যারা বিগত দিনে ভোট ডাকাতি করেছে, লুটতরাজ করেছে, মানুষের ওপর অন্যায় নির্যাতন করেছে, জমি দখল করেছে এখন পর্যন্ত জামালপুরে প্রশাসন তাদের উল্লেখযোগ্য তেমন কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এখন রাতের অন্ধকারে মিছিল ও দিনের আলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
ওয়ারেছ আলী মামুন আরও বলেন, কয়েকদিন আগে ছাত্রলীগের কয়েকজন মিছিল করলেও পুলিশ প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছেন। বিএনপিসহ ছাত্র-জনতার রক্তের ওপর ভর করে আপনারা যারা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনে বসে বাহাদুরি করবেন, আওয়ামী লীগের দোসরের ভূমিকা পালন করবেন, বিএনপিসহ জামালপুরবাসী চুপ করে বসে থাকবে না। আমরা আহ্বান জানাই আওয়ামী লীগের লুটেরা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, অস্ত্রবাজ, জমিদখলকারীদের গ্রেপ্তার করুন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। যদি প্রশাসন ব্যর্থ হয় তবে বিএনপির দায়ভার কাঁধে নিবে না। প্রশাসন যদি আওয়ামী লীগের দোসরদের কোনোভাবে রক্ষা করার চেষ্টা করে তাহলে দোসরের তালিকায় আপনাদের নাম লেখা হবে।
জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সহ সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন বাবুল, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউর রহমান শফিসহ অন্যান্যরা বক্তব্য দেন।
পরে শতাধিক দরিদ্র, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও স্টেশন রোডে দলীয় কার্যালয়ে সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।