ঈদের পর রমজানের আগের সূচিতে চলবে ব্যাংক
ঈদের পর রমজান মাসের আগের সময়সূচিতে ব্যাংকের লেনদেন চলবে। এখন নতুন সময়সূচিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য জানিয়েছে।
রোজায় ব্যাংকের লেনদেন হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এ ছাড়া, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস খোলা ছিল।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘ঈদের পরবর্তী ব্যাংকিং লেনদেন নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ঈদ পরবর্তী সময়ে ব্যাংক লেনদেন হবে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।’