উড়োজাহাজ আমদানিতে দাম কমবে
প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে নিবন্ধিত প্রতিষ্ঠানের উড়োজাহাজ আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অর্থমন্ত্রী বাজেট পেশ শুরু করেন। এ সময় স্পিকার বলেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি চাইলে বসে বসে বাজেট পেশ করতে পারেন।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পরবর্তী অর্থবছরের বাজেট প্রস্তাবনায় তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী এ সময় বলেন, উড়োজাহাজে ব্যবহৃত নতুন নিউমেটিক টায়ার, রাবারের কাস্টমস ডিউটি ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। এছাড়া উড়োজাহাজ ও হেলিকপ্টার ইঞ্জিনে ব্যবহৃত স্পার্কিং প্লাগের কাস্টমস ডিউটি ১০ শতাংশের পরিবর্তে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে।