করমুক্ত আয়ের সীমা ৩ লাখই থাকছে
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২০২২-২৩ অর্থবছরের জন্য ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু হয়েছে।
আয়কর সীমা বাড়ানোর জন্য বিভিন্ন মহল থেকে দাবি সত্ত্বেও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও ক্রয় ক্ষমতা হ্রাস পরিস্থিতিতে স্বস্তি দিতে আগামী অর্থবছরের জন্য ব্যক্তির করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এর অর্থ হলো—একজন ব্যক্তির মাসিক আয় ২০২২-২৩ অর্থবছরে ২৫ হাজার টাকার বেশি, তাঁকে আয়কর দিতে হবে। তবে, নারী, প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের এ সীমা আরও বেশি।
জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত রয়েছেন।