প্রতিবন্ধীদের ভাতা বাড়লো
প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা ও আওতা দুটোই বাড়ানো হয়েছে। অপরদিকে বয়স্ক, বিধবাসহ অন্যান্য উপকারভোগীর ভাতা না বাড়লেও সংখ্যা বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বাজেট বক্তব্যে এ কথা বলেন।
প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেন, নতুন বাজেটে এটি আরও ১০০ টাকা বাড়িয়ে ৮৫০ টাকা করা হয়েছে। এখন সারা দেশে ২০ লাখ ৮ হাজার প্রতিবন্ধী সরকার থেকে নিয়মিত নগদ মাসিক ভাতা পাচ্ছেন। আগামী ২০২২-২৩ অর্থবছরে এই সংখ্যায় নতুন আরো ৩ লাখ ৫৭ হাজার যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে দেশে মোট ২৩ লাখ ৬৫ হাজার প্রতিবন্ধী ব্যক্তি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসছেন।
আগামী ২০২২-২৩ অর্থবছরে এ খাতে ২ হাজার ৪২৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ২০২১-২২ অর্থবছরে যার উপকারভোগী ছিল ১ লাখ এবং এদের পেছনে বার্ষিক বরাদ্দ ছিল ৯৫ কোটি ৬৪ লাখ টাকা।