বাজেটে কমল ইস্পাতজাত পণ্যের দাম
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কমানো হয়েছে আয়রন শিট বা ইস্পাতজাত পণ্যের আমদানি কর। জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট থেকে এ তথ্য জানা যায়।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২০২২-২৩ অর্থবছরের জন্য ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু হয়েছে। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘ভৌত অবকাঠামো নির্মাণ ও সরকারি আশ্রয়ণ প্রকল্পের অন্যতম উপকরণ হচ্ছে গ্যালভানাইজড আয়রন শিট বা ইস্পাতজাত পণ্য। এসব পণ্য উৎপাদনে নিয়োজিত শিল্প প্রতিষ্ঠানকে কর সুবিধা দেওয়া হলে ভৌত অবকাঠামো নির্মাণ ও সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাস্তবায়ন সহজ ও মূল্য সাশ্রয়ী হবে। এর প্রেক্ষিতে আমি গ্যালভানাইজড আয়রন শিট বা ইস্পাতজাত পণ্য উৎপাদনে ব্যবহৃত এইচ আর কয়েল এবং জিংক এলয় জাতীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে করহার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব করছি।’