বাজেটে চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধি
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। ২০২১–২২ অর্থবছরে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ৩০ লাখ ৯৫ হাজার টন চাল–গম সংগ্রহ করেছিল। আগামী অর্থবছরের জন্য এই দুই খাদ্যপণ্য সংগ্রহের পরিমাণ ৪৭ হাজার টন বাড়িয়ে ৩১ লাখ ৪২ হাজার টন করা হয়েছে।
বাজেটে বক্তৃতায় জানানো হয়েছে, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি পর্যায়ে খাদ্যশস্য সংরক্ষণের ধারণক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করছে। ২০২২–২৩ অর্থবছরে খাদ্যগুদামের ধারণক্ষমতা ২৫ লাখ মেট্রিক টনে উন্নীত করা সম্ভব হবে। এ ছাড়া অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী খাদ্যশস্য সংরক্ষণক্ষমতা ৩৭ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
খাদ্যশস্যের সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি ও বিদ্যমান গুদামগুলোর ধারণক্ষমতা বজায় রাখার লক্ষ্যে উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে। আলুর বাম্পার উৎপাদনের ক্ষেত্রে কৃষকেরা যাতে স্বল্প মেয়াদে (৩-৪ মাস) ও সাশ্রয়ী ব্যয়ে তা সংরক্ষণ করতে পারেন, সে জন্য সরকার বাস্তুভিটাতেই আলু সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। ক্ষুদ্র আকৃতির (২৫ ফুট লম্বা ও ১৫ ফুট প্রস্থের) ‘প্রাকৃতিক আলু সংরক্ষণাগার’স্থাপনে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করছে।