বিদেশি পাখির দাম বাড়তে পারে
এবারের ২০২২-২৩ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেটে দেশে বিলাসবহুল পাখি আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ২০ শতাংশ বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে বিদেশি পাখির দাম বাড়তে যাচ্ছে।
জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছেন।
বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘পাখিগুলো বিলাসবহুল বিধায় আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করছি।’
২০২২-২৩ অর্থ-বছরের জন্য ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।