বিদেশি বিনিয়োগ প্রতিবেদন দ্রুত পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
বিদেশি বিনিয়োগের তথ্য দ্রুত পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়মানুযায়ী, বিদেশি বিনিয়োগের তথ্য বছরে চারবার, অর্থাৎ প্রতি তিন মাস অন্তর নির্ধারিত প্রান্তিক শেষ হওয়ার এক মাসের মধ্যে পাঠাতে হতো।
তথ্য পাঠানোর সময়সীমা কমিয়ে ১০ দিন করা হয়েছে। এখন থেকে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত তথ্য ত্রৈমাসিক শেষ হওয়ার ২০ দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে।
গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।