বাজেটে প্রস্তাব
ব্যাংকে ৫ কোটি টাকার বেশি জমা হলে শুল্ক ৫০ হাজার টাকা
বছরের যেকোনো সময়ে ব্যাংকে কোনো গ্রাহকের পাঁচ কোটি টাকার বেশি জমা হলে তাঁকে ৫০ হাজার টাকা শুল্ক দিতে হবে। প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে ব্যাংকে একই পরিমাণ অর্থ স্থিতি হলে গ্রাহককে ৪০ হাজার টাকা শুল্ক দিতে হতো।
জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের জন্য ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, ‘বর্তমানে ব্যাংক হিসাব ও ফ্লাইট টিকেটের ওপর আবগারি শুল্ক আদায় করা হয়ে থাকে। বর্তমানে পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে ব্যাংক স্থিতির ওপর (বছরের যেকোনো সময়) ৪০ হাজার টাকা আবগারি শুল্ক প্রযোজ্য রয়েছে। শুধু পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে ব্যাংক স্থিতির ওপর (বছরের যেকোনো সময়) আবগারি শুল্ক ৪০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।’