যে পাঁচ খাতে কর কমছে না
আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত—সব ধরনের কোম্পানির কর হার কমানোর প্রস্তাব করা হয়েছে। কিন্তু, এ সুবিধা থেকে বাদ পড়ছে দেশের পাঁচটি আর্থিক খাত।
ব্যাংক, বিমা ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে (NBFI) চলতি বছরের হারেই করপোরেট কর পরিশোধ করতে হবে। এ কোম্পানিগুলো স্টক এক্সচেঞ্জে ভিন্ন তিনটি ক্যাটাগরিতে তালিকাভুক্ত। এদের পাশাপাশি মোবাইল ফোন অপারেটর এবং সিগারেট প্রস্তুতকারী কোম্পানিগুলোকেও চলতি অর্থবছরের (২০২১-২২) হারেই করপোরেট কর দিয়ে যেতে হবে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল আগামী অর্থবছরের জন্য যে বাজেট ঘোষণা করেছেন, তাতে এ প্রস্তাব করা হয়েছে।
আগামী অর্থবছরের বাজেটে বেশির ভাগ খাতের তালিকাভুক্ত ও তালিকা-বহির্ভূত কোম্পানির করপোরেট করের হার আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ব্যতিক্রম ব্যাংক, বিমা ও এনবিএফআই।
প্রস্তাবনা অনুসারে, আগামী অর্থবছরে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ব্যাংক, বিমা ও এনবিএফআইকে ৩৭ দশমিক ৫০ শতাংশ হারে আয়কর পরিশোধ করতে হবে। চলতি অর্থবছরেও এসব প্রতিষ্ঠানের জন্য করপোরেট করের একই হার ধার্য আছে। অন্যদিকে, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় এমন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) আগামী অর্থবছরেও চলতি বছরের মতো ৪০ শতাংশ হারে করপোরেট কর পরিশোধ করতে হবে।
এ ছাড়া সিগারেট প্রস্তুতকারী কোম্পানিকে ৪৫ শতাংশ হারে এবং মোবাইল ফোন অপারেটরকে ৪০ শতাংশ হারে কর দিতে হবে। চলতি বছরেও এসব কোম্পানির উপর একই হারে করপোরেট কর ধার্য আছে।
করপোরেট করের হার কমানোর কারণে আগামী অর্থবছরে তালিকাভুক্ত বিভিন্ন খাতের কোম্পানিগুলো বাড়তি সুবিধা পাবে। কম কর পরিশোধ করতে হবে বলে পরিচালন মুনাফা একইরকম থাকলেও কোম্পানিগুলোর নিট মুনাফা বাড়বে। তাতে বাড়বে তাদের লভ্যাংশ দেওয়ার সক্ষমতা। লাভবান হবেন বিনিয়োগকারীরা। কিন্তু, ব্যাংক, বিমা, এনবিএফআই, সিগারেট কোম্পানি ও মোবাইল ফোন অপারেটররা এ সুবিধা থেকে বঞ্চিত হবে। বঞ্চিত হবেন এসব কোম্পানির শেয়ারের বিনিয়োগকারীরা।